Home

বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠার ইতিহাস অনেক সমৃদ্ধ , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ভাতৃত্ব বোধ জাগ্রত করা ও দেশের সংষ্কৃতি লালন করতে একটি সংগঠনের প্রয়োজনীতা উপলব্ধী করেন। তাঁর সফরকালে “সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা” শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর কাছে প্রস্তাব রাখেন যা দ্রুতই গৃহীত হয় এবং বাংলাদেশ সমিতি প্রতিষ্ঠা লাভ করে।

ধীরে ধীরে সংযুক্ত আরব আমিরাতে পূর্ব উপকূল অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে সেই সাথে সমিতির শাখা খোলার প্রয়োজনীতা দেখা দেয়, কিন্তু কাজটি সহজ ছিল না।

ত্যাগী ও দানশীল  ব্যাক্তিদের  প্রচেষ্টার ফলেই  বাংলাদেশ সমিতি ফুজিরাহ  প্রতিষ্ঠা লাভ করে। বিশেষত: নুরুল আজিজ চৌধুরী,  ইঞ্জিনিয়ার নাজিবুর রহমান , ইঞ্জিনিয়ার আবুল হাসান, ইঞ্জিনিয়ার ফেরদৌস খান, ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন ও ইঞ্জিনিয়ার মানস বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ, আমরা তাদের গর্বের সাথে স্মরণ করি।

১৯৯৬ সালে, ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি বাংলাদেশ সমিতির পূর্ব উপকূল শাখার অনুমোদন প্রদান করেন, যা শেষ পর্যন্ত ১৯৯৯ সালের ১৫ই মে তারিখে কেন্দ্রীয় সরকার অনুমোদন করেন।

wpChatIcon